দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে ৫টি ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতা নির্বাচিত করা হয়। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ব্রাইট স্টার কোচিং সেন্টার প্রাঙ্গনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে সম্মেলনের সভাপতি চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দামুড়হুদা উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক খন্দকার আব্দুল জব্বার সোনা’র সভাপতিত্বে উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফ উজ্জামান শরীফ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দ্যশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, অতি দ্রুত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দিতে হবে সরকারকে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ সরকারের অধীনে দেয়ার জোর দাবী করেন। দলীয় নেতাকর্মীদের একটি ঐক্যবদ্ধ গণআন্দলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির প্রধান সমন্বয়ক খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, সিরাজুল ইসলাম মনি, হাবিবুর রহমান বুলেট, সালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কামরুজ্জামান টুনু, ইদ্রিস আলী, আব্দুর রহমান মালিথা। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আব্দুর ওয়াহেদ, সামসুল আলম, সলেমান মল্লিক, শামসুল হক, আবু সাঈদ বিশ্বাস, আব্দুর রহিম, সাইদুর রহমান লিপু, ওহিদুজ্জামান, ইউসুফ আলী ও উসমান গণি, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, সেলিম উদ্দীন, তাজ আলম, যুবদল নেতা প্রভাষক আবুল হাশেম, জহুরুল ইসলাম রিপন, শামসুজ্জোহা পলাশ, মাহফুজুর রহমান জনি, লিটন, তারিফুল, রানা, টিটন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক আ. কাদের, জাহিদুল, রফিক মালিতা, আলম হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুগ্ম-আহ্বায়ক ইনজামামউল হক, সাগর আহম্মেদ, রহিম উদ্দীন, তন্ময়, ইব্রাহীম, সজিব, মামুন, সন্টু ও সোহাগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলার ৫টি ইউনিয়নে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়নে সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, যুগ্ম- সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জুড়ানপুর ইউনিয়নে সভাপতি ঈদ্রীস আলী, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ মাহবুব মাসুম, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দীন, নতিপোতা ইউনিয়নে সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, নাটুদহ ইউনিয়নে সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি হাবিবুল বাশার বাবু, সাধারণ সম্পাদক উসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে সভাপতি শামসুল আলম, সহসভাপতি করম আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল।