খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে

কেরুজ হাই স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমডি মোশারফ

দর্শনা অফিস: কেরুজ উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত পরশু সোমবার সকাল ৮টার দিকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিনী ফাতেমা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনভর মিলের শ্রমিক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, ভাষা আন্দোলনের মহান এ মাসে আসুন সবাই শপত নিই বঙ্গবন্ধুর স্বপ্নের নিরক্ষর ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়ার। আমাদের একটি কথা মনে রাখতে হবে, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সু-শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা নিয়ে কোন রাজনীতি না করে শিক্ষাকে সবার উর্দ্ধে তুলে ধরি। এগিয়ে আসি অভিভাবক, শিক্ষানুরাগী, শিক্ষকসহ সচেতন মানুষেরা। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা এক দিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। শিক্ষক রাসেল আহমেদ শাওন, ফারুক আহমেদ ও ফারাদিবা জেসমিনের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, স্নেহময় বষাক, মুহা. রাশেদ, রাশেদুজ্জামান, রমজান আলী প্রমুখ।

Comments (0)
Add Comment