দর্শনা অফিস: পালাতক আসামি গ্রেফতার, মাদকদ্রব্য, চোরাচালান পণ্য উদ্ধার, অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা নেয়ায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন দর্শনা থানার সেকেন্ড অফিসার খান আব্দুর রহমান। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রেঞ্জ ডিআইজির হলরুমে পুরস্কার ও সনদ বিতরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক বিভাগের ১০ জেলার মনোনীত অফিসারের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, জয়দেব চৌধুরী, হাসানুজ্জামান প্রমুখ। এদিকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কারে ভূষিত আব্দুর রহমান খান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ও দর্শনা থানার ওসির প্রতি। সেই সাথে তিনি সকলের দোয়া চেয়েছেন।