স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার গোলাম কিবরিয়া সিদ্দিকী তিস্তা আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে অকালেই তিনি মারা যান। তিস্তা ছিলেন ফার্মপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমান বিডিআরের সেজ ছেলে। দীর্ঘদিন ধরে তিস্তা ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
চুয়াডাঙ্গার অতি পরিচিত মুখ গোলাম কিবরিয়া সিদ্দিকী তিস্তা (৫৩) বেশ কিছুদিন ধরে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। সম্প্রতি তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিস্তা। এরই মধ্যে পরিবারের লোকজন গত বৃহস্পতিবার তাকে নিজবাড়ি চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় নেয়ার সিদ্ধান্ত নেন। রাত পৌনে ১টার দিকে ঝিনাইদহের হলিধানী বাজার এলাকায় পৌঁছালে তিস্তা মারা যান। গতকাল শুক্রবার বাদজুম্মা চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা গোরস্তানে দাফন সম্পন্ন হয় তিস্তার। তার দাফন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সরদার আলী হোসেন, সিরাজুল ইসলাম মনি প্রমুখ। মৃত্যুকালে গোলাম কিবরিয়া তিস্তা স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার ফুফাতো ভাই শেখ পিন্টু।