ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত আলমসাধুর সংঘর্ষে রাজিব হোসেন (১৬) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী আহত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর আঁখ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শামীম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত রাজিব ও কোটচাঁদপুর ফুলবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুশনা ইউনিয়নের মহনপুর গ্রামের আঁখ সেন্টার এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধুর সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী রাজিবের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।