কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বলুহর বটতলা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। বুলু মিয়া (৪০) বলুহর গ্রামের ঢালীপাড়ার মৃত নৈয়ম উদ্দিন ঢালীর ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ডাউন ট্রেনটি বুলু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আফসানা জান্নাত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

Comments (0)
Add Comment