কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মনিরুর ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাজেবামনদাহ কারিকরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন। দ-প্রাপ্ত মনিরুল ইসলাম ওই এলাকার মসলেম উদ্দীনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদাহপাড়ায় অভিযান চালায়। এসময় মাদকসেবী মনিরুলকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।

Comments (0)
Add Comment