দর্শনা অফিস: জেলার ঐতিহ্যবাহী কেরুজ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব ব্যাপক জাক-জমকপূর্ণভাবে পালনে নেয়া হয়েছে প্রস্তুতি। উৎসব আয়োজনে গঠন করা হয়েছে আয়োজক কমিটি। শেখ শাহাব উদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে আ. রহিমকে। গতকাল শনিবার বিকেলে কেরুজ উচ্চ বিদ্যালয় চত্বরে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শাকের আলী, আফতাব হোসেন, হারুন জুয়েল, রফিকুল ইসলাম ববি, নান্টু বসাক, মঞ্জু ঘোষ, রমজান আলী, ইতি খাতুন, বকুল হোসেন, মাহবুবুর রহমান মুকুল, ইসলামুল হক আলামিন, জেলোক হোসেন, রকি, সুকমল চন্দ্র দাস বাঁধন, নিশান আমিন, আবিদ হাসান রিফাত, হাসিবুল হোসেন শান্ত, অনিক মাহমুদ, আহসান হাবিব, প্রান্ত দেবনাথ, অন্তর হোসেন প্রমুখ। আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আ. লীগের কেন্দ্রীয় সম্মেলনের কারণে ৭৫ বছর পূর্তি আয়োজন পূর্ব নির্ধারিত এদিন পরিবর্তন করে ৩০ ডিসেম্বরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আয়োজন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। শেখ শাহাব উদ্দিন সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আয়োজন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপ-কমিটি ঘোষণা করবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২ মধ্যে রেজিস্ট্রেশনের করতে অনলাইনে ও নির্দিষ্ট রেজিস্ট্রেশন বুথে সময় নির্ধারণ করা হয়েছে।