ভালাইপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতাকল বুধবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি তহিদুর রহমান চন্দন। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাজি আমির হোসেন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মতিন দুদু, জেলা যুবলীগ নেতা আব্দুল আমিম ফটিক, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক জাকারিয়া, ভূূূূমি বিষয়ক সম্পাদক মশিউর রহমান ডাবলু, সদস্য জহুরুল ইসলাম, চিৎলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশীদ মেম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডালিম হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ শহিদুল ইসলাম শুকনাল, সহসভাপতি মিনহাজ উদ্দীন, প্রচার সম্পাদক শাওন, ক্রীড়া সম্পাদক নাসির হোসেন ভুইয়া, দফতর সম্পাদক নাসির উদ্দীন জোয়ার্দ্দারসহ আওয়ামী লীগ, কৃষকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।