কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে এক বাকপ্রতিবন্ধী নারী শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনাটি কুড়–লগাছির আনন্দবাজারপাড়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর বাবা বিচারের আশায় গ্রামের মাতব্বাদের দ্বারে দ্বারে ঘুরছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি গ্রামের আনন্দবাজারের আক্কাস আলীর বাকপ্রতিবন্ধী মেয়ে প্রতিবেশীদের কাছে খুব আদরের। গত শনিবার দুপুরে ওই বাকপ্রতিবন্ধী নারী বাড়ির পাশের মাঠে খড়ির জন্য গাছের পাতা কুেড়াতে যায়। ঠিক সেই সময় প্রতিবেশী লম্পট আমির পিয়নের ছেলে বাবু (৪৭) তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে ওই বাকপ্রতিবন্ধী নারী কৌশলে পালিয়ে যায়। পরে সে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি ইশারা-ইঙ্গিতে বোজাবার চেষ্টা করে। প্রথম অবস্থায় বিষয়টি বুঝতে না পারলেও পরে এ ঘটনা সম্পর্কে নিশ্চিত হয় পরিবারের লোকজন। বাবু একাধিক এলাকাবাসী বলেন, প্রভাবশালী ওই বাবু ইতঃপূর্বেও বেশ কয়েকবার এ ধরনের নারী ঘটিত ঘটনা ঘটিয়েছে। যা স্থানীয়ভাবে গ্রাম্য সালিসের মাধ্যমে আপস মীমাংসা করার পাঁয়তারা চলছে। এ বিষয়ে অভিযুক্ত বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।