কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে রয়হান গাইন নামের এক কৃষকের একটি গরু বজ্রপাতে নিহত হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) দুপুর ২ টার দিকে বড়বলদিয়া মাঠে বজ্রপাতে গরুটি মারা গেছে। জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে বুইচিতলা গ্রামের কৃষক রয়হান গাইনের নিজস্ব গরুগুলো নিয়ে বড়বলদিয়া মাঠে নিয়ে যান গরুর ঘাস খাওয়াতে। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই একটি গাভী গরুর মৃত্যু হয়। বজ্রপাতে রায়হানের গরুটি মারা যাওয়ায় করোনা ভাইরাসের সময় অসহায় হয়ে পড়েছে সে।