কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন এক মা। ওই মায়ের নাম আনোয়ারা খাতুন (৬৫)। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা খাতুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে তার মেয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, দুপুরে মেয়ের বাড়ী থেকে আনোয়ারা খাতুন পাশের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।