কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০ দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন মনিরুল ইসলাম। দেশ ফিরেই নতুন বাড়ি নির্মাণের কাজ করছিলেন তিনি। শুক্রবার সকালে নির্মানাধীন ওই বাড়িতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।