কুষ্টিয়ায় প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার মিরপুর পৌরসভার সুলতানপুর মাঠপাড়া মহল্লার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় প্রেমিকার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। নিহত রবিউল সুলতানপুর গ্রামের ভ্যানচালক মুকুলের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউলের লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিলো ‘আমার পাখি, খুব ভালোবাসি তোমায় সোনিয়া, ভালো থেকো পাখি। খুব দেখার ইচ্ছে ছিলো তোমায়। কিন্তু পারলাম না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, তুমি বিশ্বাস করো আমি শুধু তোমায় ভালোবাসি আজও আমি তোমার।’

স্থানীয়রা আরও জানান, রবিউলের সঙ্গে স্থানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সকালে রবিউল তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় ঝুলে আত্মহত্যা করেন। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শিশির ম-ল বলেন, রবিউল নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা কি-না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, তিন বছর আগে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। মেয়েটির বিয়ে হয়ে গেছে। তার লেখা চিরকুটটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment