কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় নতুন করে আরো দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং একজন ষাটোর্দ্ধ বৃদ্ধ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়ার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত হওয়ার একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক অপরজনের বাড়ী কুমারখালী উপজেলায়। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আক্রান্ত দুজনের পজেটিভ রেজাল্ট আসার পর তাদের দুজনের বাড়িতে টিম পাঠানো হয়েছে। এ নিয়ে বুধবার (২৩ এপ্রিল) থেকে জেলায় মোট ৫জন করোনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা, খোকসা উপজেলায় পুলিশ সদস্য, ভেড়ামারায় চিকিসক এবং কুমারখালীতে দুজন ষাটোর্দ্ধ ব্যক্তি। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তিদের আসেপাশের বাড়ী লকডাউন করা হয়েছে।