কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আসাদ (২৭) মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আসাদ ওই এলাকার মামুদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে আবু খান ও বিশু খানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা দুজন আপন ভাই। শুক্রবার দুপুরে একই গ্রামের আবু খানের শ্বশুর বাড়িতে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে হামলা-পাল্টা হামলায় কমপক্ষে আটজন আহত হন। গুরুতর আহত আসাদ ও বিশুসহ ৬জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে আসাদ মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।