কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে নাইম হোসেন (১৮) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তুষার হোসেন নামে আরেক রংমিস্ত্রি আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় দিকে উপজেলার আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আহত তুষার হোসেন একই গ্রামের আলহাজ বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় একটি বাড়িতে রংয়ের কাজ করছিলো। এ সময় বাড়িটির পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের তারে স্পর্শ লাগে তাদের। এ সময় বিদ্যুতস্পৃষ্টে দুই রংমিস্ত্রি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম হোসেন মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আফরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নাইম হোসেন মারা যান। এছাড়া আহত তুষারের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।