ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের পৌর এলাকায় ট্রাক্টর চাপায় আব্দুস সালাম (৬১) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পৌরসভার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে আব্দুস সালাম বাড়ি থেকে সাইকেলযোগে শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।