কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাদীকাতুল উলুম বালিকা মাদরাসার শ্রেণিকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার সুপার মাও. নুরুল আমিনের সভাপতিত্বে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেণিকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আবু হানিফ, আব্দুল মমিন, আব্দুল গফুর, আব্দুস সামাদ, জিল্লুর রহমান, ইসাহক আলী, আব্দুল আলিম, মহাসিন আলী, এনামুল হক মালিতা প্রমুখ।