কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্য আবু বক্করের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে পুলিশ ফাঁড়ির আয়োজনে ফাঁড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই জাহিদুল ইসলাম, পুলিশ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাঁড়ি মসজিদের ইমাম হাফেজ মাও. আলহাজ ওমর ফারুক।
উল্লেখ্য, পুলিশ সদস্য আবু বক্কর গত ৫ এপ্রিল চুয়াডাঙ্গায় বেতনের টাকা ব্যাংকে উত্তোলন করতে যান। পরে ফেরার পথে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের রাজা ইটভাটার অদূরে শ্যালোইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দিনের ছেলে ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।