ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুর্গাপুরের মিকাইল হোসেনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৭টায় কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মিকাইল হোসেন বিচালি ভর্তি আলগামন যোগে ইয়াবা নিয়ে আসছে। এ সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় সদস্য নিয়ে দামুড়হুদার বাঘাডাঙ্গা নতুনপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কের ওপর অভিযান চালায়। অভিযান চালিয়ে বিচালি ভর্তি আলগামনে থাকা ৩৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। আটককৃত মিকাইল হোসেন (৩৯) দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃত মিকাইলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।