কার্পাসডাঙ্গা থেকে নিখোঁজের ২০দিন পর মাদরাসা ছাত্র উদ্ধার

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে নিখোঁজের ২০দিন পর মাদরাসা ছাত্র উদ্ধার হয়েছে। দর্শনার স্থানীয় একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে কার্পাসডাঙ্গার দুই যুবক।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কার্পাসডাঙ্গা নতুন পাড়ার মাসুদ ও হোসেন দর্শনা রিয়াদ হোটেলে কর্মরত অবস্থায় ২০দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়া আনছার আলীর ছেলে আব্বাস (১৪) কে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এর আগে আব্বাসের পিতা দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত ডায়েরী করেন। কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন জানান, জগন্নাথপুর মাদরাসা থেকে নিখোঁজ ছেলের পিতা আনছার আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত ডায়েরী করেন। আমরা দেশের বেশকিছু থানায় এ বিষয়ে একটি ম্যাসেজ দিয়ে রেখেছিলাম। পরে স্থানীয় দুই যুবক দর্শনার স্থানীয় একটি হোটেলে দেখতে পেয়ে তাকে নিয়ে আসে বাড়িতে। আমরা খবর পেয়ে তাদের বাড়িতে যায়।

Comments (0)
Add Comment