কার্পাসডাঙ্গায় স্কাউটস সমাবেশের সমাপনি ও তাবু জলসা অনুষ্ঠিত

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনি ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা স্কাউট কমিশনার তানভির রহমান, উপজেলা স্কাউটস কমিশনার মো. হাবিবুর, স্কাউট উপজেলা সম্পাদক আকবার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের দপ্তর সম্পাদক আহম্মেদ আলী, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি শহিদ বিশ্বাস, আ. লীগ নেতা আশাদুল হক, কার্পাসডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক জেসমিন নাহার, শিক্ষক সূবর্না দাস, ইব্রাহিম হোসেন, আশরাফ আলী, ফেরদৌস আলী, ওবাইদুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সমাপনি ও তাবু জলসায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন।

Comments (0)
Add Comment