কার্পাসডাঙ্গায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই শিশুর পরিবারকে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। শিশুর পরিবারকে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে নিজ উদ্যোগে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান। তিনি জানান, শিশু জন্মগ্রহণ করলে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হলেও অনেক শিশুর পিতা-মাতা যথাসময়ে নিবন্ধন করেন না। অনেক পিতা-মাতার মধ্যে অনীহা দেখা যায়। ফলে পরবর্তীতে জন্ম নিবন্ধন নিয়ে নানান জটিলতা সৃষ্টি হয়। শিশু জন্মের পর দ্রুত সময়ের মধ্যে যাতে জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এ জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এদিকে দ্রুত জন্মনিবন্ধন করার জন্য সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস দুই শিশুর পরিবারের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মহি উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, আওয়ামী লীগ নেতা শহিদুল সর্দ্দার, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাজিবর রহমান, দেলোয়ারা খাতুন, তপন কুমার প্রমুখ। নিবন্ধনে আগ্রহী করে তুলতে চেয়ারম্যানের এমন নান্দনিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Comments (0)
Add Comment