কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চার প্রকল্প পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা লোকমোর্চার সভাপতি মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সহসভাপতি হযরত আলী, উপজেলা লোকমোর্চার সহসভাপতি সহিদুল ইসলাম, আশরাফুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিক উর রহমান, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, দপ্তর সম্পাদক শিক্ষক আহম্মেদ আলী, প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সাংবাদিক আতিয়ার রহমান, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শওকত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, সাবেক মেম্বার মনিরুজ্জামান বিশ্বাস, করম আলী, বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, মো. আক্তাদির, খলিলুর রহমান, সাইদুর রহমান টোকন, সুদিন ম-ল, আক্তারুজ্জামান বাবু, সানোয়ার খাবলী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন শিক্ষক আবু বক্কর সিদ্দিক।