কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের সাথে মতবিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় ডা. নজির আহম্মেদ প্লাজার আল আরাফাহ ইসলামি ব্যাংকের আয়োজনে পরিচালক মাও. আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয় ব্যাংক প্রাঙ্গনে। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিরুজ্জামান বাচ্চু, ব্যাংক কর্মকর্তা জয়নুল আবেদীন, মো. শুকুর আলী, ইব্রাহিম মিয়া, বাদশা মিয়া ও অত্র এলাকার রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের সদস্যরা। মতবিনিময় শেষে শিক্ষক মাও. আব্দুর রশিদ এ উপহার বিতরণ করেন রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে।