কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ওষুধ ফার্মেসিকে জরিমানা

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই ওষুধ ফার্মেসি দোকান মালিককে জরিমানা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল রোববার বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের বিশ্বাস ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় ৪ হাজার টাকা এবং এমদাদুল হক ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার মো. জিহন আলী, উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান মো. খায়রুল কবির দিনারসহ পুলিশ সদস্যবৃন্দ।

Comments (0)
Add Comment