কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্পাসডাঙ্গা ব্রিজমোড়ে অবস্থিত বিভিন্ন মুরগীর দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ব্রিজমোড়ের সকল মুরগীর মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৫টি মামলায় ৫ জনকে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, এসআই মো. মামুন, পেশকার জিহন, রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

Comments (0)
Add Comment