কার্পাসডাঙ্গা প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে কার্পাসডাঙ্গা গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক আশরাফ আলী জানান, আমরা পবিত্র রমজানকে সামনে রেখে কার্পাসডাঙ্গায় বেশ কিছু সংখ্যক অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া এই সংস্থা এলাকার বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিলাল হোসেন, সভাপতি আমির হোসেন, সহসভাপতি আবুজার হাফারি, রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফ আলী, সদস্য নাসির হোসেন প্রমুখ।