কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, ইস্রাফিল হোসেন, নাজমুল হোসেন গেগার, রবি ম-ল, রবিউল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল মজিদ, শরীফুজ্জামান শরীফ, শফি উদ্দিন, মুকুল হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলমগীর, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, মাহবুর, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, ভগু, সাজিবর, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রানা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস। এর আগে বিদায়ী চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টকে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।