কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দেশি মুরগি পালনের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে আরামডাঙ্গা ট্রেনিং সেন্টারে প্রডিওসার গ্রুপের দেশি মুরগি পালন সদস্যদের নিয়ে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম মোস্তফা, উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মোহাম্মদ বিল্লাল হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার শাহজাহান আলী, নতিপোতা ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার সানোয়ার হোসেন। কার্পাসডাঙ্গা দেশি-মুরগি-পালন প্রডিউসার গ্রুপের ৪০ জন সদস্যদের মধ্যে ৩০জন সদস্যের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।