কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিভিন্ন অপরাধে ১৪টি মোটরসাইকেল আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার বিকেলের দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি মোড়ে জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিরুল ইসলাম, টিআই মেহেদী হাসান, সার্জেন্ট মো. নবাব, মো. নাসরুল, মো. শাকিলের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।