কার্পাসডাঙ্গায় এসএসসি পরউক্ষার্থী মিঠুর অকালমৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মিশনপল্লির মিঠু ম-লের অকালমৃত্যু হয়েছে। মিঠু মিশনপল্লির মিলন ম-লের ছেলে। স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ আগে বাড়ির পাশে ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়। পরে জ্বরে আক্রান্ত হলে নিজবাড়িতে চিকিৎসাধীন ছিলো সে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করায় মিঠুকে। কিছুটা সুস্থ হলে বাড়ি নিয়ে আসার পর আবারও অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার সকালে বল্লভপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মিঠু। গতকাল রোববার রাত ৮টার দিকে গির্জায় প্রার্থনা শেষে রাত ১০টার দিকে কার্পাসডাঙ্গা মিশন কবরস্থানে মিঠুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মিঠুর এই অকালমৃত্যুতে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Comments (0)
Add Comment