কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় একই রাতে দুটি বিদ্যালয় থেকে টিউবওয়েল চুরির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাগেছে, গত সোমবার দিনগত গভীর রাতে কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কের পাশে অবস্থিত বৈশাখী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় থেকে বিদ্যালয়ের ব্যবহৃত টিউবওয়েলটি চুরি হয়েছে। অপরদিকে একই রাতে আরামডাঙ্গা বটতলায় অবস্থিত কিন্ডারগার্টেন স্কুল থেকে টিউবওয়েল চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আহসান হাবিব পিয়ার অভিযোগ করে বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে গতরাতে একটি টিউবওয়েল চুরি হয়েছে। কিন্ডারগার্টেন পরিচালক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের বিদ্যালয়ে থাকা টিউবওয়েল চুরি হয়েছিলো। চুরির সময় একজন ব্যক্তি চোরকে দেখে ফেলেছিলো। পরে তারা এসে ক্ষমা চেয়েছে। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের আইসি এসআই আতিকুর রহমান জুয়েল জানান, চুরির ঘটনা কেউ জানায়নি তবে বিষয়টি দেখছি।