কার্পাসডাঙ্গার বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ ও রাস্তার কাজের উদ্বোধন

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ড্রেন নির্মাণ ও রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কাজের উদ্বোধন করেন। কানাইডাঙ্গা পূর্বপাড়ার খাল পাড়ায় ৫১ মিটার ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়। এরপর কার্পাসডাঙ্গা গ্রামের স্বর্গীয় হরিহর বসুর বাড়ির পাশের রাস্তা নির্মাণ কাজ এবং কুতুবপুর পশ্চিমপাড়ায় ১৪২ ফুট ৭৮ হাজার টাকা ব্যায়ে আশান মল্লিকের বাড়ি থেকে শফির বাড়ি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Comments (0)
Add Comment