করোনা ভাইরাস সংক্রমণরোধে চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণ অব্যাহত

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে সদর উপজেলার বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে ওই মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে মোট ৩ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচাল বিল্লাল হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারুক আহম্মেদ, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন, ওয়েভ ফাউন্ডেশন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাহিদ ফাতেমা, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে এনজিওদের সমন্বয়ে শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment