করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়কসভায় সাবেক জেলা পরিষদের প্রশাসক মঞ্জু

 

সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই

দর্শনা অফিস ঃ পবিত্র ঈদুল ফিরতকে সামনে রেখে শিথিল করা হয়েছে লকডাউন। নির্ধারিত সময়ের মধ্যে শপিংমলগুলো বন্ধ করার নির্দেশনাও রয়েছে সরকারের। অথচ স্বল্প সময়ে অধিক পরিমান ক্রেতা সাধারণ বাজারগুলোতে ভীড় জমাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস দিনদিন মহামারীতে রুপ নিচ্ছে। এ ভাইরাস প্রতিরোধে দর্শনা পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে দর্শনা অডিটেরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এ সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। প্রধান বক্তার বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, করোনা প্রতিরোধে নিজের সতর্কতা নিজেকেই করতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে প্রত্যেককেই। সামাজিক দুরত্ব বজায় রেখেই আপনারা ঈদের কেনাকাটা করবেন। মনে রাখবেন করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও জনসচেতনতার কোন বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহবুদ্দিন, দর্শনা ইমাম সমিতির সভাপতি হাজি মাও নূরুল ইসলাম, দর্শনা প্রবীন কমিটির সাধারন সম্পাদক হাজি আকমত আলী, ঈদগাহ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। এ সভায় সভাপতিত্বের বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে এবার ঈদের কেন্দ্রীয় জামাত দর্শনা কেরুজ বাজার মাঠে হচ্ছেনা। ফলে নিজ নিজ এলাকার মাঠ, ফাকা ময়দান বা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।।

Comments (0)
Add Comment