করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন অফিসে এ টিকা গ্রহণ করেন তিনি। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিলাম। টিকা গ্রহণ করার পর সুস্থ ও স্বাভাবিক আছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পর্যন্ত হয়নি এবং হবে না বলে আশাবাদী। পাশাপাশি অন্যদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য উৎসাহিত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আওলিয়ার রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

Comments (0)
Add Comment