ওঁৎপেতে থাকে : সুযোগ পেলেই শ্লীলতাহানি ও নিপীড়ন

চুয়াডাঙ্গার কুতুবপুরের শফিকুল পুলিশের খাচায়
স্টাফ রিপোর্টার: রাতে প্রায়ই এলাকায় বিভিন্ন বাড়ির আশেপাশে ওঁৎপেতে থাকে। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। শফিকুল ইসলাম নামে এমনই এক অভ্যাসগত সহিংস যৌন নিপীড়নকারীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি শফিকুল ইসলাম (৩৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার আত্তাব আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, গত মঙ্গলবার রাত ১১টায় কুতুবপুর দক্ষিণপাড়ার এক গৃহবধূ শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের ঘটনায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা রুজুর তিন ঘণ্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলামসহ চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে কুতুবপুর দক্ষিণপাড়া থেকে আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করেন।
আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পাওয়া যায়। আসামি শফিকুল ইসলামের প্রদত্ত স্বীকারোক্ত অনুযায়ী সে একজন অভ্যাসগত সহিংস যৌন নিপীড়নকারী। সে রাতের বেলায় প্রায়ই এলাকায় বিভিন্ন বাড়ীর আশেপাশে ওঁৎপেতে থাকে এবং সুযোগ বুঝে ঘরের মধ্যে প্রবেশ করে এবং খাটের নিচে লুকিয়ে থাকে। যখনই কারোর একা পায় তাকে মুখ চেপে ধরে এবং চিরাচরিত সহিংস ও হিংস্র আচরণের মাধ্যমে যৌন নিপীড়ন চালিয়ে কৌশলে পালিয়ে যায়। তিনি আরও জানান, গ্রেফতার এই আসামি এখন পর্যন্ত কতজন তার বিকৃত লালসার শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।