স্টাফ রিপোর্টার: মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপ- কমিটির সদস্য, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন এফবিবিসিআই’র ভাইস প্রেসিডেন্ট এম.এ রাজ্জাক খান রাজের উদ্যোগে নিজ বাসভবনে ইফতারির আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবন খান মহলে এলাকার সকল মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার আয়োজন করা হয়। এছাড়া এম.এ রাজ্জাক খানের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাসব্যাপী রোগী ও স্বজনদের মাঝে ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জীবন আহমেদ শামীম, ফয়সাল বিশ্বাস অন্তর, প্রিন্স, শেখ ফয়সাল, রতন প্রমুখ।