দর্শনা শ্যামপুরে মাথাভাঙ্গা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

দর্শনা অফিস: মাথাভাঙ্গা নদীর শ্যামপুর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বৃদ্ধা আমেনা খাতুন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌর শহরের শ্যামপুর দক্ষিণপাড়ার নুর ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৫৫) বাড়ি ঘেষা মাথাভাঙ্গা নদীর ঘাটে গোসল করতে যান। দুপুর গড়িয়ে গেলেও আমেনা খাতুন বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুজি। এক পর্যায়ে দুপুর দুটোর দিকে প্রতিবেশী এক মহিলা ঘাটে গোসল করার সময় তার পায়ে বাঁধে আমেনার লাশ। আমেনাকে উদ্ধার করে নেয়া হয় স্থানীয় একটি ক্লিনিকে। ক্লিনিকের চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। ৫ সন্তানের জননী আমেনার লাশ বাদ মাগরিব স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

Comments (0)
Add Comment