জীবননগর ব্যুরো: জীবননগর পৌর শহরের বাজার উন্নয়ন, আধুনিকায়ন ও সড়ক সম্প্রসারণ করণের লক্ষ্যে জীবননগর উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের সমন্বয়নে গঠিত একটি টিম সরেজমিনে বাজার প্রদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল ও পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে টিমটি গতকাল বৃহস্পতিবার সকালে বাজার পরিদর্শনে বের হন।
পরিদর্শনেরকালে উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা হুমায়ুন কবির, পৌর সচিব জায়েদ হোসেন, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, আবুল কাশেম, জামাল হোসেন খোকন, আপিল মাহমুদ, খোকন মিয়া, মতিয়ার রহমান ও মাহফুজা পারভীন বিউটি প্রমুখ এময় টিমের সাথে ছিলেন। পরিদর্শন শেষে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, জীবননগর বাজারের উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে পৌর কিচেন মার্কেট, পৌর সুপার মার্কেট ও জীবননগর বাসস্ট্যান্ড থেকে চ্যাংখালী সড়কের পৌর সীমানা পর্যন্ত সড়ক সম্প্রসারণ, সড়কের দুইপাশে ড্রেন ও মাঝে আইল্যান্ডসহ ও স্ট্রিট লাইট স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যেই বাজার পরিদর্শন ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।