দামুড়হুদা অফিস: দামুড়হুদার দলিয়ারপুর ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। গতকাল শুক্রবার বিকেলে জুড়ানপুর ইউনিয়নের দলিয়ারপুর ফুটবল মাঠে খেলাটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর বলেন, স্মার্টফোন ছেড়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। স্মার্টফোনের আসক্তি কমিয়ে পড়ালেখায় মনোনিবেশ করে দক্ষ যুবসমাজ তৈরি করতে হবে। খেলাধুলা শরীরকে সুস্থ এবং মন প্রফুল¬ রাখে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে নিজের দেশের সুনাম অর্জিত হয়। দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধন খেলায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, জুড়ানপুর ইউপি সদস্য আলমগীর হোসেন, মোখলেছুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মেহেরপুর ফুটবল দল বনাম কুষ্টিয়া ফুটবল দল।