স্টাফ রিপোর্টার: ইটভাটার মাটি বহনকারী বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় আলমসাধুর ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার আন্দিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দক্ষিণপাড়ার ভাজন আলীর ছেলে মামুন (৩২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে শান্ত (২০), মৃত শমসের ম-লের ছেলে মোনাজার ম-ল (৩৫), আশানুরের ছেলে তুহিন (২২) ও মুসার ছেলে লিপ্টন আলী (৩০)। আহতরা জানান, গতকাল বুধবার সকালে একটি আলমসাধুযোগে পাঁচজন রাজমিস্ত্রী আলুকদিয়া গ্রামে একটি বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে আন্দিপুর গ্রামের মোড়ে পৌঁছুলে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর আলমসাধুতে ধাক্কা দেয়। এতে আলমসাধু উল্টে পাঁচযাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, প্রতিদিন এই এলাকায় প্রায় ৫০-৬০ টি ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করছে। এসকল ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ যাত্রী এবং ছোটখাট যানবাহন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ট্রাক্টরের মাধ্যমে মাটি নিয়ে যাওয়া-আসা কারণে সবগুলো পাকা রাস্তায় ফাটল ও মাটিতে পড়াই যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। গাড়ির চালকরা বেপরোয়া গতিতে চলাচল করায় সড়ক দুর্ঘটনা ঘটছে। ধুলাবালির কারণে পথচারিদের অতিকষ্টে চলাফেরা করছে হচ্ছে। প্রতিকারের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, আহত মামুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথাসহ শরীরে বিভিন্নস্থানে আঘাত লেগেছে। এছাড়াও বাকিদের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।