স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা বাজারে গণসংযোগ ও কর্মীসভা এবং পারলক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করেন তিনি। তিয়রবিলা ও পারলক্ষ্মীপুর গ্রামে আসাদুল হক বিশ্বাস পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা রকম সেøাগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন। গণসংযোগ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে।’ তিনি বলেন, আমি আপনাদেরই লোক। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং জানেন। এই অন্ধকার জনপদে আমি আপনাদের ঘরে বিদ্যুতের আলো নিয়ে এসছিলাম। আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। বিএনপি ও জামাতকে উদ্দেশ্যে করে আসাদুল হক বিশ^াস বলেন, ক্ষমতায় থাকাকালে দুর্নীতি, স্বজনপ্রীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিরোধী দলের অগণিত নেতাকর্মীদের হত্যা করে জঙ্গিবাদের উত্থানের ঘটিয়ে বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো। তারা বিগত ১৪ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন দেখে হিংসা করে। এখন তারা আবার নতুন করে চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের পুরোনো অভ্যাস তারা বাদ দিতে পারছে না। তাই, আমরা যারা আওয়ামী লীগ করি, তাদেরকে বলে দিতে চাই, সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। সাধারণ মানুষের জন্য আমরা কাজ করবো। খাসকররা ইউনিয়ন আওয়াামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাস ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, ডাবলু মহুরি, রাহাজ উদ্দীন, দেলসাদ ফকির, খাসকররা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, নাগদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নাগদহ ইউনিয়ন কৃষকলীগ নেতা নজরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের হাসান মিয়া, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কুটি মনি, রতন আলী, সুজন মিয়া, রতন মিয়া, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আকাশ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পাপেল মিয়া, আব্দুল আলিম, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুতুবপুর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক মোতালেব মিয়া, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা মিন্টু, সদর থানা ছাত্রলীগ নেতা মোস্তফা নাহিদ, সোহাগ মিয়া, হাসান মিয়া, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক কবির হোসেন, সাবেক সেনা সদস্য সেলিম মিয়া, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ঝন্টু, খোদাবক্স ম-ল, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।