আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী বাজারে মহামারী করোনা ভাইরাস সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৪টার দিকে চারশতাধিক মাস্ক ও লিফলেট বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম ও ক্যাম্প পুলিশের একটি দল।