আলুকদিয়া ইউনিয়নে গণসংযোগকালে টোটন জোয়ার্দ্দার

 

নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা উপজেলার আলুকদিয়া ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি এই পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় টোটন জোয়ার্দ্দার বলেন, সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে। নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম শাহান, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন পান্না, আপিল মেম্বার, গোলাম মোস্তফা মুক্তার, মো. খলিলুর রহমান, আব্দুস সালাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইমান আলী, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা শান্তি, কোষাধ্যক্ষ মো. আসমাউল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ ফকির, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনসহ আলুকদিয়া ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মীরা।

Comments (0)
Add Comment