বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গা থেকে হাটবোয়ালিয়া রাস্তার করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার ব্যাস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন চলে হাজারো মানুষের যাতায়াত। আলমডাঙ্গা থেকে হাটবোয়ালিয়া যেতে যেখানে সময় লাগে ২০ মিনিট অথচ সেখানে এখন সময় লাগে প্রায় ১ ঘণ্টা। ব্যাস্ততম এই রাস্তায় চলতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ভুক্তভোগী জনগণকে। প্রায় দুই বছর আগে রাস্তাটির সংস্কার কাজ হলেও পরবর্তীতে কোনো কাজ হয়নি। সেই সাথে রাস্তার দুই পাশে বাড়ানোর জন্য কাজ করলেও এখনও কাজটি শেষ না হওয়াতে এ সমস্যাটি আরও বেশি আকার ধারণ করেছে। রাস্তায় চলাচলকারী কয়েকজন ভুক্তভোগী জানান, নিয়মিতভাবে এই রাস্তায় বিভিন্ন গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। চলাচলও হয়ে উঠেছে কঠিন। তাই রাস্তাটি খুব দ্রুত মেরামত করা প্রয়োজন। দ্রুত রাস্তাটির সমস্যা সমাধান হবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।