হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। ২ ডিসেম্বর বৃহস্পতিবার করে উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ৩ কসমেটিকস দোকানের ও হোটেলে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে। চুয়াডাঙ্গা জেলার জাতীয় সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনে চুয়াডাঙ্গা ভোক্তাধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ ভ্রাম্যমাণ অভিযান চালায়। এ সময় বেশ বাজারের কসমেটিকসের দোকানে নকল প্রসাধনী বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র পায়। পরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উপজেলার হাটবোয়ালিয়া বাজারে রায়হান স্টোরের প্রোপাইটর রায়হানকে ২০০৯(ক)৪১(খ)৫১ ধারা মোতাবেক ৭ হাজার টাকা, খোকন স্টোরের প্রোপাইটর আব্দুল আলীম খোকনকে ২০০৯(ক) ৪১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা ও জহির ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটর জহিরকে একই ধারায় তিন হাজার টাকা জরিমানা করেন। পরে বাজারের সোহাগ মিষ্টান্ন ভা-ারের প্রোপাইটর আব্দুস সোবহানকে ২০০৯(ক)৩৮ধারায় এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ অভিযানে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিনসহ হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ উপস্থিত ছিলেন।