আলমডাঙ্গা ব্যুরো: অকালেই না ফেরার দেশে চলে গেলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের তরুণ শিক্ষক মুরাদ হোসেন। গতকাল শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৬ বছর।
জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান এলাকার চুনিয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মুরাদ হোসেন আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সম্প্রতি হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ৪০ দিন বয়সের একটি পুত্রসন্তান রয়েছে।
মরহুমের লাশ বিকেলে কর্মস্থল আলমডাঙ্গা সরকারি কলেজে পৌঁছুলে শেষবারের মতো দেখতে ছুটে আসেন সহকর্মীসহ শিক্ষার্থী ও পরিচিতমহল। বাদ আছর কলেজ চত্বরে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে ২য় বারের মতো বাদ এশা জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।